বিহারে গঠিত হতে পারে ‘BISF’, বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ জয়স্বাল

দিলীপ জয়স্বাল কি বললেন?

author-image
Aniket
New Update
Screenshot 2025-12-07 4.14.33 PM


নিজস্ব সংবাদদাতা: বিহার BJP সভাপতি ও রাজ্যের মন্ত্রী দিলীপ জয়স্বাল জানান, রাজ্যে শিল্প নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রের CISF-এর আদলে ‘BISF (Bihar Industrial Security Force)’ গঠনের প্রস্তাব সরকারকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "নতুন সরকার আসার পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা বিহারে বড় মাপের বিনিয়োগ ও শিল্প স্থাপনে আগ্রহী। তাই শিল্প নিরাপত্তার জন্য BISF গঠনের প্রস্তাব আমরা পাঠাবো।"

এছাড়া RJD নেতা তেজস্বী যাদবের সাম্প্রতিক মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, "এটি রাজনৈতিক অপরিপক্বতার প্রমাণ।" বিহারে শিল্প পরিবেশ ও নিরাপত্তা নিয়ে নয়া উদ্যোগের ইঙ্গিতে বিজেপি নেতৃত্বের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।