দেশে নয়া আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, ডেকে আনতে পারে মহামারী

দেশে নয়া আতঙ্ক।

author-image
Adrita
New Update
চক্স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশে মহামারী ডেকে নিয়ে আসতে পারে বার্ড ফ্লু।  এখনো পর্যন্ত চারটি রাজ্যে পাওয়া গেছে এই সংক্রামক ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০০৩ সাল থেকে H5N1 সংক্রামিত প্রায় ৫২% মানুষ মারা গেছে। যা বর্তমানে ছাড়িয়েছে মারণ ভাইরাস কোভিডকেও।

সংক্রামক এই ভাইরাসের লক্ষণ গুলি হল, সাধারণ সর্দি-কাশি শরীরের ব্যথা ও জ্বর ভাব। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের নিউমোনিয়া দেখা দিতে পারে। এই মারণ ভাইরাসের অ্যান্টিবায়োটিক এখনো তৈরি করা সম্ভব হয়নি।

Bird Flu: ফের আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু, এই রোগের উপসর্গ জানুন - Bengali  News | Bird flu outbreak in Andhra Pradesh high alert issued know the  symptoms of human body infected |

ফুড সেফটি অথরিটির মতে, " যদি এভিয়ান A [H5N1] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানুষের মধ্যে দক্ষতার সাথে ছড়িয়ে পড়ার ক্ষমতা অর্জন করে, তবে মানুষের মধ্যে H5 ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার অভাবের কারণে বড় আকারের সংক্রমণ ঘটতে পারে। "

Add 1