প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাঁস করলেন বিজেপির হাঁড়ির হাল !

ত্রিপুরায় (Tripura) প্রকট হল বিজেপির (BJP)  অন্দরের ছবি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) বক্তব্য উস্কে দিয়েছে ত্রিপুরায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কথা।  বিপ্লব দেব বলেছেন, "বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে। তা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আমি।

author-image
Pritam Santra
New Update
bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় (Tripura) প্রকট হল বিজেপির (BJP)  অন্দরের ছবি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) বক্তব্য উস্কে দিয়েছে ত্রিপুরায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কথা।  বিপ্লব দেব বলেছেন, "বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে। তা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পূর্ণ আস্থা রয়েছে আমার।" বিপ্লবকে মুখ করেই ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়েছিল বিজেপি। পরে তাকেই সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে। বিজেপির অন্দরে বর্তমান মুখ্যমন্ত্রী যে মানিক সাহাকে (Manik Saha) নিয়ে সমস্যা রয়েছে বলে এখন মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।