দূষণ রোধে এবার ভরসা বায়োডিকম্পোজার

সামনেই শীতকাল। আর শীতকাল মানেই দূষণ বৃদ্ধি। খড় পোড়ানোকে কেন্দ্র করে বায়ু দূষণের চাদরে ঢাকা পড়ে রাজধানী সহ উত্তর পশ্চিমের রাজ্যগুলি। এবারে নতুন কথা শোনালেন দিল্লি সরকারের পরিবেশ মন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
্ম্

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হলেও যেন হুঁশ ফিরছে না এক শ্রেণীর। উত্তর ভারতের রাজ্যগুলিতে খড় পোড়ানোর প্রবণতা রয়েছে। আর এতেই বাড়ছে দূষণ। এবার বায়োডিকম্পোজারেই ভরসা রাখছে দিল্লি সরকার। খড় পোড়ানোর কারণে সৃষ্ট দূষণের বিষয়ে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, "প্রতি বছরের গড় ধরলে দূষণের মাত্রা কমছে। কিন্তু শীতকালে খড় পোড়ানোর সময় দূষণের মাত্রা বেড়ে যায়। এর জন্য , আমরা খড় পোড়ানো কমাতে ক্ষেত্রগুলিতে বায়োডিকম্পোজার ব্যবহার করতে যাচ্ছি।"

hire