বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন গেমিং ! লোকসভায় পাস হয়ে গেল বড় বিল

কেন পাশ করা হল এই বিল ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : অর্থ দিয়ে খেলা হয় এমন যেকোনও অনলাইন গেমকে নিষিদ্ধ করার বিষয়ে একটি বড়মাপের বিল পাশ হয়ে গেল লোকসভায়। এই বিলের ফলে অনলাইন গেমিংয়ের সঙ্গে জড়িত থাকা সংস্থা এবং খেলোয়াড় উভয়ের ওপরই প্রভাব পড়বে। এই বিলের প্রধান লক্ষ্য হল অনলাইন গেমিংয়ের আড়ালে যে জুয়া ও বাজি ধরার খেলা হয়, তা বন্ধ করা। দেশের অনেক মানুষ অনলাইন গেমিংয়ে টাকা খরচ করে সর্বস্বান্ত হন। এই বিলটি এই ধরনের অর্থনৈতিক ক্ষতি রোধ করতে সাহায্য করবে।

Game