/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যে বুধবার সকালে দেশের ১৯ টি রাজনৈতিক দল কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। নতুন সংসদ ভবন উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। জল্পনা চলছিল বিজেডিকে। শেষ পর্যন্ত তাদের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষেই রয়েছে দল।
Biju Janata Dal to take part in the inauguration of the new Parliament building on May 28. pic.twitter.com/0Ww9AWFDXU
— ANI (@ANI) May 24, 2023