“বিহার চায় উন্নয়নের রাজনীতি, নয় জঙ্গলরাজ”— বললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

“বিহারের মানুষ মোদীজির উন্নয়ন মডেলকে সমর্থন করছে, আগামীকাল NDA-কে ভোট দিন”— আবেদন একনাথ শিন্ডের।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-05 11.01.24 PM

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, বিহারের আসন্ন নির্বাচন সম্পূর্ণরূপে উন্নয়নের ইস্যুতে লড়া হচ্ছে। তাঁর বক্তব্যে, “বিহারের মানুষ আর জঙ্গলরাজ, গুণ্ডাগিরি বা দুর্নীতি চায় না। তারা চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো উন্নয়নের রাজনীতি।”

শিন্ডে আরও বলেন, “আমি বিহারের মানুষের কাছে আবেদন জানাচ্ছি—যারা রাজ্যের বাইরে আছেন, তাঁরা যেন তাঁদের আত্মীয়-স্বজনদের NDA এবং প্রধানমন্ত্রী মোদীজিকে সমর্থন করার জন্য অনুরোধ করেন। আগামীকালই ভোট, উন্নয়নের পথে বিহারকে এগিয়ে নিতে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।”