জাতপাতের বিষ ছড়াতে ব্যস্ত ছিলেন জামিনে থাকা রাজনীতিবিদরা ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন নরেন্দ্র মোদি

কি বিস্ফোরক মন্তব্য করলেন নরেন্দ্র মোদি ?

author-image
Debjit Biswas
New Update
e

নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনকে কেন্দ্র করে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ আরজেডি (RJD) ও কংগ্রেসকে কটাক্ষ করে তিনি দাবি করেন যে বিহারে এতদিন শুধু জাতপাতের বিষ ছড়াতে ব্যস্ত ছিলেন জামিনে থাকা রাজনীতিবিদরা।

tejashwiyadavq1.jpg

 তিনি বলেন,''বিগত দু'বছর ধরে এই 'জামানাতি' (জামিনে থাকা) রাজনীতিবিদরা, যারা জামিনে বাইরে আছেন, তারা বিহারে ঘুরে ঘুরে জাতপাতের রাজনীতি নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন। বিহারে জাতপাতের বিষ ছড়াতে তারা তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করেছিলেন। তারা দীর্ঘকাল ধরে এটাই বিশ্বাস করতেন যে এটিই তাদের সাহায্য করতে পারে। কিন্তু বিহারের এই নির্বাচন জাতপাতের সেই বিষকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এটি দেশের জন্য একটি অত্যন্ত উজ্জ্বল সংকেত।"