বিহার সমস্যা নিয়ে সমাধানের পথ বেছে দিলেন মুখ্যমন্ত্রী

'আমরা মহারাষ্ট্রে এটি দেখেছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও এবার প্রত্তিক্রিয়া দিলেন। তাঁর কথায়, “যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে, ততক্ষণ দেশ হুমকির মুখে থাকবে। আমরা মহারাষ্ট্রে এটি দেখেছি। সেখান থেকে (মহারাষ্ট্র) পরিকল্পনাটি বিহারেও প্রতিলিপি করার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ বিজেপি-এনডিএ সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ এই দেশ হুমকির মুখে থাকবে। যদি আপনি দেশের উপর থেকে সেই হুমকি দূর করতে চান, তাহলে আপনাকে এনডিএ সরকারকে অপসারণ করতে হবে। এটিই একমাত্র সমাধান”।

revanth reddy .jpg