নিজস্ব সংবাদদাতা: বিহার থেকে জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর করলেন বড় দাবি। তিনি বলেছেন, "তোমাদের দুর্দশার কারণটা আমি তোমাদের দেখাই। তোমরা কি কখনও তোমাদের সন্তানদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছ? তোমরা শিক্ষা ও কর্মসংস্থান চাও, কিন্তু কখনও ভোট দাওনি। তোমরা নেতাদের দোষ দিচ্ছ। কেউ লালুকে দোষ দিচ্ছে, কেউ নীতিশকে দোষ দিচ্ছে, কেউ প্রধানমন্ত্রী মোদীকে দোষ দিচ্ছে, আবার কেউ কংগ্রেসকে দোষ দিচ্ছে। যখন তোমরা কখনও শিক্ষা ও কর্মসংস্থানের জন্য ভোট দাওনি, তখন কীভাবে অন্য কাউকে দোষ দিতে পারো?"
/anm-bengali/media/media_files/7nXm8rEfUX9HAXWh8cCb.jpg)