মোদীর প্রতিশ্রুতি! ‘লন্ঠন যুগ' থেকে 'এলইডি যুগ'

২০২৪ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। ভোটের মধ্যে লালু প্রসাদ যাদবকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
Probha Rani Das
New Update
ZXCXXV14.jpg

নিজস্ব সংবাদদাতাঃবিহারের ঝাঁঝরপুরে এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী মোদী আধুনিক যুগে এই গোটা দেশ, বিহার ও মিথিলাঞ্চলকে নিয়ে যেতে চান, অন্যদিকে লালুপ্রসাদ যাদব চান আপনি লন্ঠন যুগে' থাকুননরেন্দ্র মোদীর মতো দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রীই আপনাকে লন্ঠন যুগ' থেকে 'এলইডি যুগ' পর্যন্ত নিয়ে যেতে পারেন।” 

ZXCXXV11.jpg

Add 1