New Update
/anm-bengali/media/media_files/1aOz0cVsoYL8SFeop1po.jpg)
নিজস্ব সংবাদদাতা : জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণের সমর্থনে যেসমস্ত রাজনৈতিক কর্মীরা জেলবন্দি অবস্থায় ছিলেন তাদের পেনশন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল বিহার সরকার। এই নতুন সিদ্ধান্তের ফলে সেই সমস্ত রাজনৈতিক কর্মী যারা 'লোকনায়ক' জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে 'সম্পূর্ণ ক্রান্তি' বা 'সর্বাত্মক বিপ্লব' আন্দোলনে অংশ নিয়েছিলেন, তারা এখন বর্ধিত পেনশন পাবেন। এই উদ্যোগের মাধ্যমে বিহার সরকার দেশের গণতন্ত্র রক্ষায় তাদের ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানাচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/cy9pxihRLlN15JOslPIp.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us