বিহার নির্বাচনে উন্নয়নের মোহর, সোনার বিহারের স্বপ্নে বিজেপি: ভি.ডি. শর্মা

বিজেপি সাংসদ ভি.ডি. শর্মার দাবি— মোদি ও নীতীশের নেতৃত্বে গড়ে উঠছে উন্নয়নের নতুন অধ্যায়, প্রার্থী তালিকা রচনা করবে বিজয়ের ইতিহাস।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংসদ ভি.ডি. শর্মা মন্তব্য করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, এই নির্বাচন সেই উন্নয়নের উপর জনগণের মোহর দেওয়ার নির্বাচন।”

তিনি আরও বলেন, “বিহার আজ উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে এই রাজ্য ‘সোনার বিহার’-এ পরিণত হবে।”

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর শর্মা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “এই তালিকায় নির্বাচিত প্রার্থীরাই আগামী নির্বাচনে বিজয়ের নতুন ইতিহাস রচনা করবে।”

দলের শীর্ষ নেতৃত্বের মতে, উন্নয়ন, স্থিতিশীলতা ও নেতৃত্বের ধারাবাহিকতাই এবারের প্রচারের মূল বার্তা হতে চলেছে।