বিহার নির্বাচন ২০২৫: ভোটগণনার আগে উপমুখ্যমন্ত্রীর বার্তা

“জগদমাতা-জগদপিতার আশীর্বাদ নিয়ে জনতার রায় মেনে নেব” — বিজয় কুমার সিংহ।

author-image
Aniket
New Update
breaking new 2


 

নিজস্ব সংবাদদাতা: ভোটগণনার ঠিক আগে লক্ষীসরাই আসন থেকে বিজেপি প্রার্থী ও বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ আজ বলেন,
"জগদমাতা ও জগদপিতার পূজা করে আমরা ‘জনতা মালিক’-এর রায় শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।"

তিনি আরও জানান, এনডিএ সরকার জনগণের ম্যান্ডেট গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত এবং আত্মবিশ্বাসী।