New Update
/anm-bengali/media/media_files/CEtwPv0h4RBagMUt6UiS.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: 'লাভ জিহাদ' নিয়ে বড় ঘোষণা। বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী ঘোষণা করলেন যে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত 'লাভ জিহাদ' মামলার তদন্ত শুরু করা হবে।তিনি দাবি করেন, 'প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত বিশ্বের দরবারে নতুন উচ্চতা স্পর্শ করছে'।এমনকি ২০২৫ এ বিজেপি ক্ষমতা দখল করলে রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার ঘোষণাও করেছেন তিনি। সম্রাট চৌধুরী বলেন যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে এবং বিজেপি শাসিত উত্তর প্রদেশের মতো তাদের জেলে পাঠানো হবে।
Bihar BJP president Samrat Choudhary says all "love jihad" cases in state will be probed if saffron party comes to power in 2025 assembly elections
— Press Trust of India (@PTI_News) June 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us