‘বিহার বন্ধ’, যা বললেন আদিত্য ঠাকরে

'বিজেপিকে আমাদের দল চুরি করতে সাহায্য করেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Aaditya THakll1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে 'বিহার বন্ধ' সমাবেশ নিয়ে এবার মন্তব্য করলেন শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে। এদিন তিনি বলেন, "নির্বাচন কমিশন বিজেপির অফিস থেকে সমস্ত আদেশ নেয়। নির্বাচন কমিশন বিজেপিকে আমাদের দল চুরি করতে সাহায্য করেছে। যে নির্বাচন কমিশন আমাদের সংবিধান এবং গণতন্ত্রকে অপমান করেছে। আমাদের কি তাদের আরতি করা উচিত?"

aditya thakreyq1.jpg