BREAKING: উড়ানের সময় ঢিলে হয়ে পড়ে গেল জানলার ফ্রেম ! যাত্রীদের বিপদ হবে না জানালো স্পাইসজেট

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার এক বড়সড় বিপত্তির হাত থেকে বাঁচলো স্পাইসজেটের Q400 মডেলের একটি বিমান। আজ উড়ানের সময় এই বিমানের একটি “কসমেটিক” জানলার ফ্রেম হঠাৎ করেই ঢিলে হয়ে পড়ে যায়। এই বিষয়ে স্পাইসজেট-এর মুখপাত্র জানিয়েছেন,''এটি মূল কাঠামোর কোনও অংশ নয়, শুধুমাত্র ছায়ার জন্য লাগানো একটি ট্রিম কম্পোনেন্ট। এরফলে বিমানের সুরক্ষা বা অখণ্ডতা কোনওভাবেই প্রভাবিত হয়নি। পুরো উড়ানকালেই কেবিনের চাপ স্বাভাবিক ছিল এবং যাত্রীদের কোনও ধরনের ঝুঁকি হয়নি।”

spicejet-seaplane-service

তিনি আরও জানান,''Q400 বিমানে জানলার একাধিক স্তর বর্তমান থাকে, যার মধ্যে সবচেয়ে বাইরের স্তরটি সর্বাধিক চাপ বহনের ক্ষমতাসম্পন্ন এবং অত্যন্ত শক্তিশালী। ফলে এ ধরনের কসমেটিক অংশ ঢিলে হলেও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় না।''