BREAKING: প্রশান্ত কিশোরের পার্টিতে যুক্ত হল বড় রাজনৈতিক দল ! বিহারে বড় খেলা খেলবেন প্রশান্ত কিশোর ?

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ প্রশান্ত কিশোরের 'জন সুরজ' পার্টিতে মিশে গেল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর.সি.পি সিং-এর দল ‘আপ সবকি আওয়াজ’ পার্টি। আর এবার এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আর.সি.পি সিং আমার বড় ভাইয়ের মতো হন। বিহারের সমাজ ও রাজনীতিকে বোঝার ক্ষেত্রে তিনি অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।” তাহলে কি এবার বিহারের নির্বাচনে বড় খেলায় নামবেন প্রশান্ত কিশোর ? রাজনৈতিক মহলে তীব্র হচ্ছে জল্পনা। 

prashant kishore