জীবনের বাজি রেখে উদ্ধারকাজ চালাচ্ছে BSF ! জম্মুর বর্তমান পরিস্থিতির বিষয়ে এল বড় আপডেট

কি আপডেট সামনে এল ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। কিন্তু সমস্ত কিছুর মধ্যেও জীবনের বাজি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে বিএসএফ (BSF)। আজ বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একটি বিশেষ অভিযানে প্রায় ৪৪ জন সাধারণ নাগরিককে গারখাল এলাকা থেকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। বিএসএফের (BSF) একটি এমআই-১৭ হেলিকপ্টার চারটি পৃথক ফ্লাইটে এই উদ্ধারকার্য সম্পন্ন করে। উদ্ধারকৃত ব্যক্তিদের পারগওয়ালের মোলু হেলিপ্যাডে নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। উল্লেখ্য,বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে, বিএসএফ প্রায়শই তাদের হেলিকপ্টার ব্যবহার করে। এটি তাদের নিয়মিত মানবিক কার্যক্রমের একটি অংশ। 

BSF