BREAKING: যুদ্ধবিরতি চলতে থাকবে ! সাফ জানিয়ে দিল ভারতীয় সেনা

দেখুন বড় আপডেট।

author-image
Debjit Biswas
New Update
oparetion sindoor

নিজস্ব সংবাদদাতা : গত ১২ই মে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল। তারপর ভারত ও পাকিস্তানের ডিজিএমও (DGMO)-র মধ্যে দুইবার বৈঠকও সম্পন্ন হয়েছে। শেষ ডিজিএমও (DGMO) বৈঠকের সময়সীমা আজকে শেষ হওয়ার পর, স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন সকলের মাথায় ঘুরপাক খাচ্ছিল যে, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ভবিষ্যৎ এরপর কি হবে ? আর এবার এই বিষয়েই বড় ঘোষণা করলো ভারতীয় সেনাবাহিনী। আজ ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে,''ভারত-পাকিস্তানের মধ্যে আজ কোনও ডিজিএমও (DGMO) বৈঠক হবে না। তবে যুদ্ধবিরতি এখনও চলতেই থাকবে। এর কোনও 'এক্সপাইরি ডেট' নেই।''

vikrammisri