/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গোয়ার 'বার্চ বাই রোমিও লেন' (Birch by Romeo Lane) নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ক্লাব মালিকরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে গোয়া পুলিশ। অভিযুক্ত লুথরা ভাইয়েরা গ্রেপ্তার এড়াতে প্রথমে দিল্লি থেকে মুম্বাই এবং সেখান থেকে থাইল্যান্ডের ফুকেট-এর উদ্দেশ্যে পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গোয়া পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি অভিযান শুরু করেছে।
তল্লাশি ও নোটিশ: গোয়া পুলিশ অভিযুক্তদের বাসভবনে নোটিশ জারি করেছে।
লুকআউট সার্কুলার (LOC) জারি: লুথরা ভাইদের দেশ থেকে পালাতে বাধা দিতে ব্যুরো অফ ইমিগ্রেশন (BoI)-এর মাধ্যমে তাদের বিরুদ্ধে দ্রুত লুকআউট সার্কুলার (LOC) জারি করা হয়েছে।
![]()
আন্তর্জাতিক সমন্বয়: অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারের জন্য সিবিআই-এর ইন্টারপোল বিভাগের সঙ্গে গোয়া পুলিশ সমন্বয় শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, সকল অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
BREAKING: After a deadly fire in Goa, the accused Luthra brothers fled Delhi to Mumbai and then Phuket to evade arrest. Goa Police issued notices at their residence and coordinated with the Bureau of Immigration and CBI’s Interpol Division. Lookout Circulars were issued against… pic.twitter.com/J1oA8fDzU7
— IANS (@ians_india) December 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us