BREAKING : ৫ জুনের মধ্যেই সম্পূর্ণ হবে রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণ ! দেখুন বড় আপডেট

দেখুন রাম মন্দির নিয়ে সবথেকে বড় আপডেট।

author-image
Debjit Biswas
New Update
ram temple

নিজস্ব সংবাদদাতা : দর্শনার্থীদের জন্য অযোধ্যার শ্রী রাম মন্দির অনেক আগেই খুলে গেলেও, এই মন্দিরের বেশকিছু কাজ এখনও বাকি ছিল। আর এবার সম্পূর্ণ মন্দির নির্মাণের ক্ষেত্রে একটি বড় আপডেট দিলেন,শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের নির্মাণ কমিটির চেয়ারম্যান ঋপেন্দ্র মিশ্র। তিনি বলেন,''রাম মন্দিরের যাবতীয় নির্মাণ কাজ এই বছরের ৫ জুনের মধ্যেই সম্পূর্ণ হবে।”

ram temples.jpg

তিনি আরও বলেন, ''মন্দির নির্মাণের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাঠামোগত কাজ শেষ হয়ে যাবে।''