নিজস্ব সংবাদদাতা: দেশে এখনও পর্যন্ত প্যান এবং (Pan Card) আধার কার্ড (Aadhaar Card) যারা লিংক করায়নি (Aadhaar-Pan Link) তাদের জন্য খারাপ খবর। জরিমানা আরো বাড়ানো হবে বলে জানিয়ে দিল মোদী সরকার (Modi Govt)। এতদিন প্যান এবং আধার কার্ড লিঙ্কের জন্য নেওয়া হচ্ছিলো ১০০০ টাকা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন বলেন, "সরকারি পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল সরকার দিয়েছে। যাঁরা এখনও আধার এবং প্যান কার্ড সংযুক্ত করেননি তাঁরা তাড়াতাড়ি করে ফেলুন। সময়ের সঙ্গে সঙ্গে জরিমানার অঙ্কও (Penalty) বাড়বে"। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র।