বকেয়া DA, ডিসেম্বরেই বাড়ছে! বড় আপডেট

পশ্চিমবঙ্গের বেশ কয়েক মাস ধরে রাজ্য সরকারের কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার রাজ্যে বাড়ছে মহার্ঘ ভাতা। পড়ুন সেই সংক্রান্ত আপডেট।

New Update
dddd

নিজস্ব সংবাদদাতা: বিগত বেশ কিছু মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মীরা আন্দোলন জারি রেখেছেন। এরই মাঝে মূল্যবৃদ্ধি জারি রয়েছে। বাংলার সরকারি কর্মীরা দাবি করছেন যে কেন্দ্রীয় হারে ভাতা দিতে হবে। তবে তাতে একটুও টলেনি রাজ্য সরকার। এর মাঝে এক রিপোর্টে দাবি করা হল যে ভোটের পরে অন্য এক রাজ্যে বাড়িয়ে দেওয়া হতে পারে মহার্ঘ ভাতা। শোনা যাচ্ছে যে ডিসেম্বর মাসে মধ্য প্রদেশের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলেই মহার্ঘ ভাতা বাড়িয়ে দিতে পারে সরকার।