৩০ সেপ্টেম্বর...আধার কার্ড থাকলে এটা অবশ্যই পড়ুন

আধার কার্ড হল প্রতিটি ভারতীয়র পরিচয়পত্র। সেই আধার কার্ড নিয়ে এবার একটি জরুরী আপডেট পাওয়া গেল। অবশ্যই এটা জানলে আপনার ভালো হবে। তাড়াতাড়ি পড়ে দেখুন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
aadhaar

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আধার কার্ড থাকলে নির্দিষ্ট সময় অন্তর সেই কার্ডের তথ্য আপডেট করার নিয়ম রয়েছে। অর্থাত্‍ কোনও তথ্য যদি বদল হয় তা যাচাই করবে UIDAI। সেই আপডেট করার জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

প্রতি ১০ বছর অন্তর আপডেট করতে হয় তথ্য। এবার বাড়িতে বসেই সেই কাজ করার জন্য বিশেষ সুযোগ দিল UIDAI কর্তৃপক্ষ। বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করার সুযোগ আগেই দিয়েছিল UIDAI। এবার সেই সময় বৃদ্ধি করা হল। এর আগে ১৪ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ সেপ্টেম্বর। যদি আপনি আধার সেন্টারে গিয়ে আপডেট করাতে চান, তাহলে ৫০ টাকা জমা দেবেন। 

myAadhaar পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আপডেট করতে পারবেন তথ্য। 

১. myaadhaar.uidai.gov.in পোর্টালে লগ ইন করবেন।

২. Document Update অপশনে ক্লিক করুন।

৩. তথ্যের জন্য কী প্রমাণ দিতে চান সেটা নিজে বেছে নিন।

৪. স্ক্যান করা নথি আপলোড করুন।