স্বপ্ন ছিল গাজওয়া-এ-হিন্দের,পাকিস্তানের মদদপুষ্ট বড়মাপের জঙ্গি মডিউলের পর্দাফাঁস দিল্লিতে ! গ্রেপ্তার ৫

বড় জঙ্গি চক্রের পর্দাফাঁস।

author-image
Debjit Biswas
New Update
LASHKAR

নিজস্ব সংবাদদাতা : একটি বড়মাপের জঙ্গি মডিউলের পর্দাফাঁস করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল। এই মডিউলের সাথে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। এই অভিযানে আপাতত ৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে একজন মূল অপারেটিভ,যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের তরুণদের উগ্রবাদী কার্যকলাপে যুক্ত হতে প্ররোচিত করত।

দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি যৌথ অভিযানে আজ দিল্লি, রাঁচি এবং অন্যান্য বেশকিছু জায়গায় তল্লাশি চালানো হয়। এই অভিযানে বিভিন্ন রাসায়নিক পদার্থ, ইলেকট্রনিক্স সামগ্রী, এবং অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই জিনিসগুলি আইইডি (IED) তৈরির জন্য ব্যবহার করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

Arrest

পুলিশ সূত্রে খবর,''আটককৃতরা একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে এবং তাদের পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ বজায় রাখত। তারা 'গাজওয়া-এ-হিন্দ' নামে একটি গ্রুপ তৈরি করেছিল।''