মুম্বই বিমানবন্দর কাস্টমসের বড় সাফল্য

৩৭ কেজির বেশি মাদকসহ সোনা–হীরের একাধিক পাচারচক্র আটক।

author-image
Aniket
New Update
G75fsHhbQAA2waN

নিজস্ব সংবাদদাতা: ০৩.১২.২০২৫ থেকে ১০.১২.২০২৫ পর্যন্ত দায়িত্বকালীন সময়ে বিমানবন্দর কমিশনারেট, মুম্বই কাস্টমস জোন–III-এর আধিকারিকরা একাধিক বড় মাদক ও স্বর্ণ–হীরা পাচারচক্রের বিরুদ্ধে উল্লেখযোগ্য অভিযান চালিয়েছেন। এই সময় মোট ১০টি এনডিপিএস মামলায় ৪৬ কেজির বেশি হাইড্রোপনিক উইড উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৩ কোটি টাকারও বেশি।

কাস্টমস সূত্রে জানা যায়, প্রোফাইলিংয়ের ভিত্তিতে ০৯ জন যাত্রীকে আটক করা হয়, যাদের কাছ থেকে ৩৭.২৬১ কেজি সন্দেহজনক হাইড্রোপনিক উইড বাজেয়াপ্ত করা হয়। এসব যাত্রী বিভিন্ন ফ্লাইটে ব্যাংকক থেকে মুম্বই এসে পৌঁছেছিলেন। পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ আইন, ১৯৮৫ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।