বড় পদক্ষেপ কংগ্রেসের, এবার বিদেশের দায়িত্বে ৩ মুখ

কংগ্রেসের বিদেশ বিষয়ক দফতরে নতুন নিয়োগ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
rahul gandhi mallikarjun kharge

File Picture


নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এআইসিসি-র (AICC) বিদেশ বিষয়ক দফতরে গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের ঘোষণা করলেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদকে বিদেশ বিষয়ক দফতরের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, ব্রিজেন্দ্র সিংহ এবং আরথি কৃষ্ণ-কে ওই দফতরের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

কংগ্রেস নেতৃত্বের মতে, আন্তর্জাতিক পরিসরে দলের অবস্থান আরও সুদৃঢ় করার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সালমান খুরশিদের অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার বিদেশনীতি বিষয়ক দফতরের কাজে নতুন গতি আনবে বলে আশা করছে এআইসিসি।