পিএমকে-তে বড় ভাঙন

অ্যানবুমনিকে দল থেকে দূরে রাখার ঘোষণা রামদোসের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-11 10.36.29 PM

নিজস্ব সংবাদদাতা: পটালি মাক্কাল কাট্টি (পিএমকে) প্রতিষ্ঠাতা ড. এস. রামদোস দলের প্রাক্তন নেতা অ্যানবুমনির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন। তিনি জানান, ১ সেপ্টেম্বর ২০২৫-এ দলের শৃঙ্খলা কমিটি অ্যানবুমনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। তাঁর বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ আনা হয় এবং লিখিত বা সরাসরি ব্যাখ্যা দেওয়ার জন্য একাধিকবার সময় বাড়ানো হলেও তিনি কোনো জবাব দেননি।

ড. রামদোস বলেন, “অভিযোগগুলির জবাব না দেওয়ায় অ্যানবুমনি কার্যত নিজের দোষ স্বীকার করেছেন। প্রমাণ হয়ে গেছে, তিনি রাজনীতির জন্য অযোগ্য এবং তাঁর কার্যকলাপ দল ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। এখন থেকে কোনো পিএমকে পদাধিকারী অ্যানবুমনির সঙ্গে যোগাযোগ রাখবেন না।” তিনি আরও সতর্ক করে দেন যে, ভবিষ্যতে কোনো সদস্য যদি দলবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েন, তবে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।