BREAKING: মেয়েকে খুন করেছি, ফোন করে বলেছিলেন রাধিকার বাবা ! বড় দাবি তথ্য সামনে আনলেন রাধিকার কাকা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি টেনিস খেলায় আপত্তি থাকার কারণে গুরুগ্রামে নিজের মেয়ে রাধিকাকেই খুন করেছেন স্বয়ং তার বাবা। আর এবার এই বিষয়েই মুখ খুললেন রাধিকার কাকা বিজয় যাদব। তিনি বলেন,''ও আমাকে ফোন করে বলল, ‘ভাই,আমি আমার মেয়েকে খুন করেছি,আমায় মেরে ফেল।' ও আমায় কোনও কারণ জানায়নি। শুধু বলেছিল,'আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল।'” এরপর তিনি বলেন,''রাধিকার বাবা সকাল ৫টায় রাধিকাকে নিয়ে যেতেন ট্রেনিংয়ে। এরপর সন্ধ্যা পর্যন্ত রাধিকার সঙ্গেই থাকতেন। ট্রেনিং চলাকালীন ও আর কোথাও যেত না, সব ছেড়ে দিয়েছিল। পুলিশ স্টেশনেও সে বলেছে, 'যদি এক্ষেত্রে ফাঁসির আইন থাকে, তাহলে আমাকেও ফাঁসি দেওয়া হোক'। রাধিকা একজন টেনিস কোচ ছিল। আমার মতে, ও নিজস্ব কোনও অ্যাকাডেমি খোলেনি। সবচেয়ে বড় কথা এরা তো আগেও বেশ ধনী পরিবারই ছিল। ওর বাবা অনেক পরিশ্রম করেছেন। যখন গ্রামে বাকি সবার কাঁচা বাড়ি ছিল, তখনই ওদের পাকা বাড়ি ছিল। আমার মনে হয় নিজের দোষ বুঝে নেওয়ার থেকে বড় শাস্তি আর কিছুই হয় না।”

Murder