বিহার নির্বাচনের আগে বড় রাজনৈতিক ইভেন্ট; সকাল ৯ টা ৩০ মিনিট- কি হতে চলেছে?

আগামীকাল পাটনায় প্রকাশিত হবে এনডিএ’র ‘সংকল্প পত্র’ — এক মঞ্চে উপস্থিত থাকবেন নাড্ডা, নীতীশ, মাঞ্জি, চিরাগ ও উপেন্দ্র কুশওয়াহা।

author-image
Aniket
New Update
voter list

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহার নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) আগামীকাল, অর্থাৎ ৩১ অক্টোবর সকালে তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প পত্র’ প্রকাশ করতে চলেছে। সকাল ৯টা ৩০ মিনিটে পাটনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী ও হাম(স) দলের অভিভাবক জিতন রাম মাঞ্জি, কেন্দ্রীয় মন্ত্রী ও এলজিপি(আরভি) প্রধান চিরাগ পাসওয়ান এবং আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়াহা।

Bihar Politics: बिहार चुनाव में NDA के लिए चुनौती बनेगा गठबंधन का गणित?  सीटों की सरसराहट छेड़ेगी सियासी संग्राम - Alliance calculation Befor  Assembly Election 2025 NDA India ...

এই ‘সংকল্প পত্র’-এর মাধ্যমে এনডিএ রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো নিয়ে তাদের রোডম্যাপ প্রকাশ করবে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, আগামী নির্বাচনে ভোটারদের মন জয় করতে এই ইস্তেহার হবে এনডিএ-র অন্যতম প্রধান হাতিয়ার।