এ কি জানালেন মল্লিকার্জুন খাড়গে! আসনের খেলায় শেষ বিজেপি?

মল্লিকার্জুন খাড়গে নয়া বার্তা দিয়েছেন। 

author-image
Aniket
New Update
Mallikarjun Kharge re

File Picture

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে নির্বাচনের ডঙ্কা বাজছে। এই মাসেই নির্বাচন হবে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে কংগ্রেসের হার নিশ্চিত বলে মনে করছে বিজেপি। তবে এবার ছত্তিশগড় নির্বাচন নিয়ে বড় বার্তা দিলেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, "কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে লিখল নতুন অধ্যায়। গ্রাম-দরিদ্র-কৃষক-আদিবাসী সবাই 'ন্যায়বিচার' পেয়েছে! জনকল্যাণ ও জনস্বার্থের জয় হবে এবার। বিশ্বাস অটুট, ফের সরকার আনবে কংগ্রেস!" মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্যের জোর কতটা তা তো সময় বলবে। আসনের খেলায় শেষ হবে বিজেপি? নাকি হার হবে কংগ্রেসের? তা জানা যাবে ৩ ডিসেম্বর। 

hiring 2.jpeg