/anm-bengali/media/media_files/1RFHzgLqS32YRVsWpbls.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকেই দেশ জুড়ে বিভিন্ন স্থানে রেলের নানা বিপত্তির খবর সামনে আসছে। এবার মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাড স্টেশনের কাছে একটি তারের ত্রুটির কারণে সিগন্যাল পরিষেবা ব্যর্থ হয়েছে। যার ফলে বেলা ১১:৪৫ থেকে বিপাকে রয়েছে ট্রেন পরিষেবা। পশ্চিম রেলের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, কাজ চলছে এবং ডাউন স্লো লাইনের পরিষেবা ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। অন্যান্য লাইনগুলিতেও কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের তরফে। শীঘ্রই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। উল্লেখ্য, ব্যস্ততম স্টেশনে এই ত্রুটির কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
Mumbai, Maharashtra | There has been a Signal failure due to a cable defect near Malad station since 11.45 am. WR’s team is on the job and Down Slow has been put right. The other lines too are being attended to and will be rectified at the earliest: Western Railway SPRO
— ANI (@ANI) June 13, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us