New Update
/anm-bengali/media/media_files/nSJUQGi3VEwX1YNOQqM1.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সদ্য উত্তাল হয়ে ওঠে মণিপুর। সম্প্রদায় ভিত্তিক উত্তেজনার ফলে মণিপুরে প্রাণ গিয়েছে বহু মানুষের। সদ্য সেখানে সফর করেছেন অমিত শাহ। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে ভয় রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মণিপুরের পরিস্থিতির প্রেক্ষাপটে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথপোকথন হয়েছে। সাধারণ মানুষের মধ্যে দ্রুত সম্পূর্ণ শান্তি ফিরিয়ে আনার জন্য দুই মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
Assam CM Himanta Biswa Sarma meets Manipur CM N Biren Singh on the backdrop of the ongoing situation in Manipur pic.twitter.com/PlrWiUO3pf
— ANI (@ANI) June 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us