/anm-bengali/media/media_files/MhVKLVTKeXEw1YcnZHM6.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশ (India) জুড়ে করোনা ভাইরাস (Corona Virus) নতুন করে নিজের প্রভাব বৃদ্ধি করছে। যার ফলে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মহারাষ্ট্রে (Maharashtra) ক্রমশই বৃদ্ধি পাচ্ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৪ জন। ফলে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫,২৩৩ জন। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। তবে করোনা আক্রান্ত হয়ে দৈনিক সুস্থতার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ১০৯৯ জন। তবে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে সাধারণ মানুষের মধ্যে পুরোনো লকডাউনের স্মৃতিকে ফিরিয়ে আনছে। নতুন করে লকডাউন (Lockdown) হলে কি হবে ইতিমধ্যেই সেই ভয় উঁকি মারছে অনেকের মনের মধ্যেই। যদিও বর্তমানে লকডাউনের কোনও সম্ভাবনা নেই।
#COVID19 | Maharashtra reports 784 new cases, 1099 recoveries and 1 death in the last 24 hours.
— ANI (@ANI) April 26, 2023
Active cases 5233 pic.twitter.com/5B9UkH7fRI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us