New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মিজোরামের চম্পাইয়ে একাধিকবার বিশাল মূল্যের চোরাকারবার আটকেছে ভারতীয় সেনা। এবার পুরোনো স্মৃতি ফিরিয়ে ফের একবার চোরাকারবার আটকালো ভারতীয় সেনা। এবার সেরচিপ ব্যাটালিয়ন এবং কাস্টমস প্রিভেন্টিভ ফোর্স চাম্পাইয়ের মুয়ালকাউই সাধারণ এলাকা থেকে ২.৭২ কোটি টাকা মূল্যের বিদেশী সিগারেট এবং ৮৪ ব্যাগ অবৈধ অ্যারেকা বাদাম উদ্ধার করেছে। আরও উদ্ধার অভিযান চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us