বড় খবর: ঘুরছে খেলা, সুকান্তের মন্তব্যে স্পষ্ট মোদীর পরিকল্পনা!

জি-২০ সম্মেলন নিয়ে বার্তা দিলেন সুকান্ত মজুমদার। 

author-image
Aniket
New Update
Narendra Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: জি-২০ সম্মেলন নিয়ে এবার বড় বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খেলা ঘুরে যে সব ক্ষেত্রেই ভারতের কোর্টে বল আসছে সেই বিষয়েই স্পষ্ট করেছেন তিনি। গ্লোবাল ভিলেজের কথা বহু পূর্বেই ভারত বলেছিল বলে জানিয়েছেন তিনি।

bjp: Trinamool Congress-led Bengal government may not last beyond next 5-6  months: West Bengal BJP President Sukanta Majumdar - The Economic Times

তিনি বলেছেন, "অনাদিকাল থেকেই ভারত বিশ্বকে একটি পরিবার বলে মনে করে আসছে। আমরা 'বসুধৈব কুটুম্বকম' এর মৌলিক নীতিতে নিহিত, যার অর্থ 'বিশ্ব একটি পরিবার'। এখন সবাই বলছে পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা এই কথা বলেছিলেন বহু বছর আগে। এই চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রী মোদীর পরিকল্পনা"।