বড় খবর: জীবনের বড় উপহার পেলেন শিবকুমার

জীবনের বড় উপহার পেলেন শিবকুমার। নিজের বুকে তার নাম উলকি করলেন এক সমর্থক। 

author-image
Aniket
New Update
sh

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে কংগ্রেসের জয়ের পেছনে ডিকে শিবকুমারে অন্যতম অবদান রয়েছে। বর্তমানে তাকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। আজ শপথ গ্রহণ করবেন তিনি। তার আগে এবার তিনি এক সমর্থকের কাছ থেকে জীবনের বড় উপহার পেলেন। একজন সমর্থক তার নিজ বুকে ডিকে শিবকুমারের মুখ সহ তার নামের উলকি করেছেন। এছাড়াও তার কাছে একটি ছবি রয়েছে, যেখানে কংগ্রেসের বড়বড় নেতৃত্বদের একত্রে স্থান দেওয়া হয়েছে।