বড় খবর: 'বেঁকে গিয়েছে সেঙ্গোল'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনে প্রতিষ্ঠা করেছেন সেঙ্গোল। এবার সেঙ্গোল বেঁকে গিয়েছে বলে দাবি করেছেন এমকে স্টালিন। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
re

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২৮ মে ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে দেশের নতুন সংসদ ভবন। সংসদ ভবনে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা করা হয়েছে সেঙ্গোলকে। ন্যায় ও নিরাপত্তার প্রতীক হিসাবে এই রাজদণ্ডকে নতুন সংসদ ভবনে রাখা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজদের তরফে এই রাজদণ্ড দেওয়া হয় জওহরলাল নেহরুকে। তবে এবার সংসদ ভবনে রাজদণ্ড প্রতিষ্ঠার পরেই তা বেঁকে গিয়েছে বলে দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি বলেছেন, "যেদিন সেঙ্গোলকে নতুন সংসদ ভবনে বসানো হয়েছিল, সেদিনই ভারতীয় কুস্তিগীরদের মারধর করা হয়েছিল এবং পুলিশ গ্রেপ্তার করেছিল। এটি দেখায় যে সেঙ্গোল বেঁকে গিয়েছে (প্রতীকীভাবে)"।