/anm-bengali/media/media_files/5qT9qRntm7YGDaQcLvsx.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাঝ আকাশে বিপাকের মধ্যে পড়ল একের পর এক দিল্লিগামী বিমান। মোট ৬ টি বিমানকে দিল্লির পরিবর্তে জয়পুরে অবতরণ করানো হয়েছে। দিল্লিতে আজ সকালে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। যার ফলে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে দিল্লিতে। খারাপ আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলে। যার জেরেই বিভিন্ন শহর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া ৬ টি বিমানকে এখনও পর্যন্ত জয়পুরে অবতরণ করানো হয়েছে। বিমানগুলির বিষয়ে তথ্য পেতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে ট্যুইট করে দিল্লি বিমানবন্দরের তরফে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।
Kind attention to all flyers!#Badweather #Rain pic.twitter.com/2NUCfzpczw
— Delhi Airport (@DelhiAirport) May 27, 2023
Kind attention to all flyers!#Badweather #Rain pic.twitter.com/2NUCfzpczw
— Delhi Airport (@DelhiAirport) May 27, 2023