রাতের বিশাল খবর: 'বিদায়', জানিয়ে দিলেন মহুয়া মিত্র, শোরগোল পড়ে গেল রাজনীতিতে

মহুয়া মৈত্রের ট্যুইটে শোরগোল। 

author-image
Aniket
New Update
 Mahua Moitra

File Picture

নিজস্ব সংবাদদাতা: ট্যুইট করে এথিক্স কমিটির বিষয়ে নিজের মন্তব্য জানিয়ে দিলেন মহুয়া মৈত্র। তিনি মোদী সরকারের নীতির বিষয়ে কটাক্ষ করে জানিয়েছেন, "মোদী-আদানি ভাই ভাই সব প্রতিষ্ঠান বিদায়। আদানি টিভির কাছে অনৈতিক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের একটি অনুলিপি আছে দেখে আনন্দিত হয়েছি যে এটি আগামীকাল কমিটির সামনে উপস্থাপন করা হবে ঠিক যেমন লোক পাল রেফারেল ভাড়া করা সাহায্যের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। মোদি আদানি ভাই ভাই সব প্রতিষ্ঠান বিদায়"। মহুয়া মৈত্রর এই ট্যুইট ঘিরে রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। 

hiring 2.jpeg