এই মুহূর্তের বিশাল খবর: 'মোদীর পরিকল্পনা, বাধা কেসিআর-এর'

'মোদীর পরিকল্পনায় বাধা দিয়েছেন কেসিআর!', কি বললেন মোদী।

author-image
Aniket
New Update
dc

নিজস্ব সংবাদদাতা: তেলাঙ্গনা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এবার সেখান থেকে কেসিআরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন, তার উন্নয়নমূলক পরিকল্পনায় বাধা হয়েছেন কেসিআর। তিনি বলেছেন, "বিজেপি তেলেঙ্গানার দরিদ্রদের জন্য চিন্তা করে। কিন্তু বিআরএস সরকার রাজ্যের দরিদ্রদের জন্য উন্নয়নমূলক কাজে বাধা দেয়"।

hiring 2.jpeg