এই মুহূর্তের বিশাল খবর: 'বিজেপির বিশাল পরাজয়', খেলা ঘুরিয়ে দিলেন তেজস্বী যাদব

বিজেপিকে নিশানা করেছেন তেজস্বী যাদব। 

author-image
Aniket
New Update
da

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ৫ রাজ্যের নির্বাচনে বিশাল জয়ের আশা করছে বিজেপি। তবে এবার খেলা ঘুরিয়ে দেওয়া মন্তব্য করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি দাবি করেছেন, ৫ রাজ্যে বিজেপির বিশাল পরাজয় হবে। তিনি বলেছেন, "সবাই ইতিমধ্যেই জানে কী ঘটতে চলেছে৷ এই লোকেরা (বিজেপি) এখন নার্ভাস৷ ৫ টি রাজ্যেই বিজেপির পরাজয় নিশ্চিত"।

hiring 2.jpeg