বড় খবর: নগ্ন ছবি, আত্মহত্যা অধ্যাপিকার

গুজরাটে আত্মহত্যা করেছেন এক অধ্যাপিকা। পাকিস্তানী যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। 

author-image
Aniket
26 May 2023
বড় খবর: নগ্ন ছবি, আত্মহত্যা অধ্যাপিকার

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের সুরাটের জাহাঙ্গিপুরা এলাকার এক অধ্যাপিকা আত্মহত্যা করেছেন। তদন্তে দেখা গিয়েছে, মৃত অধ্যাপিকাকে কল ও মেসেজের মাধ্যমে ব্ল্যাকমেল করা হয়েছে। ব্ল্যাকমেলের জন্য তার ভুয়ো নগ্ন ছবি ব্যবহার করা হচ্ছিল বলে জানা যাচ্ছে। তদন্তে, বিহার থেকে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা জানায় তারা হায়দ্রাবাদে বসবাসকারী জুহি নামে এক মহিলার জন্য কাজ করত। ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা পাকিস্তানে এক ব্যক্তির কাছে টাকা পাঠাত। পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে। সুরাটের এসিপি বিএম চৌধুরী এই বিষয়ে জানিয়েছেন।