বিশাল খবর: সুড়ঙ্গ ধসে যাওয়ার ঘটনায় নয়া মোড়, নেপথ্যে যোগী সরকার!

সুড়ঙ্গ ধসে যাওয়ার ঘটনায় যোগী সরকারকে দায় করা হল।

author-image
Aniket
New Update
yogi

File Picture

 





নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সুড়ঙ্গ ধসে যাওয়ার ঘটনায় এবার নয়া মোড় আনলেন উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় ​​রাই। তিনি এর নেপথ্যে যোগী সরকারের অবহেলাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, "এর জন্য সরকার দায়ী। তারা এই বিষয়ে মনোযোগ দেয়নি। বারাণসী এবং অন্যান্য জায়গায়ও এই ধরনের ঘটনা ঘটেছে"।

hiring 2.jpeg