বিশাল খবর: রাজ্যে এনডিএ জোট রয়েছে, জানিয়ে দিলেন বিজেপি সভাপতি

তামিলনাড়ুতে এনডিএ জোট নিয়ে মন্তব্য করলেন কে আন্নামালাই। 

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: দিল্লি সফর শেষে এবার তামিলনাড়ুর এনডিএ জোট নিয়ে মন্তব্য করলেন বিজেপির সভাপতি কে আন্নামালাই। তিনি বলেছেন, "আমার দিল্লি সফর একটি খুব নিয়মিত সফর। আমি প্রতি যাত্রার পর যেতে থাকি। যাত্রায় কি ঘটছে, বিশেষ করে দ্বিতীয় পর্বে আমাকে আমার সিনিয়র নেতৃত্বকে জানাতে হবে। দ্বিতীয় পর্বে যাত্রায় অনেক সিনিয়র নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। আমাকে গিয়ে তাদের ডেটও নিতে হবে। নির্বাচন তো অনেক দূরে। দিল্লিতে সিনিয়র নেতারা বসে আছেন যারা ফোন নেবেন। আমাদের যখন ইতিবাচক কিছু করার আছে তখন মন্তব্য করার দরকার নেই। এনডিএ জোট গঠন করেছে বিজেপি। তামিলনাড়ুতে এনডিএ জোট রয়েছে। ভারতে এনডিএ জোটের প্রধান বিজেপি। অবশ্যই, তামিলনাড়ুতে এনডিএ জোট রয়েছে"।