New Update
/anm-bengali/media/media_files/U7J9kjmFsNznZaNrjBqG.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এবার তিহার জেলের ভেতর খুন করা হয়েছে এক কুখ্যাত গ্যাংস্টারকে। গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়া দিল্লির তিহার জেলে প্রতিপক্ষ গ্যাং সদস্যদের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার এই বিষয়ে জানিয়েছেন কারা কর্মকর্তারা। কারা আধিকারিকদের মতে আশংকাজনক অবস্থায় তিল্লু তাজপুরিয়াকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দিল্লির রোহিনী আদালতের শুট-আউট মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিহার জেলে বন্দি ছিলেন তিনি।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us