/anm-bengali/media/media_files/ogcMo09UULV71DwjB0re.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেসের বিবাদ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলির একত্রে লড়াইয়ের প্রসঙ্গ যখন সামনে আসছে, ঠিক তখনই বিরোধী দলের জোটে আম আদমি পার্টির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজের ভুল বুঝতে বললেন দিল্লির কংগ্রেস সভাপতি অনিল চৌধুরী। তিনি বলেন, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। যখন সমস্ত বিরোধী দল একসঙ্গে ছিল, তিনি বিজেপির প্রশংসা করতে থাকেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের তার ভুল বোঝা উচিত"।
#WATCH | Congress high command will take a decision on whether they will meet Delhi CM Arvind Kejriwal or not. When all opposition parties were together, he kept praising BJP, Arvind Kejriwal should realise his mistake: Delhi Congress President Anil Chaudhary pic.twitter.com/nJW0qqQQFq
— ANI (@ANI) May 27, 2023