বড় খবর: 'নাটক করছেন মুখ্যমন্ত্রী', কি বললেন সঞ্জয় রাউত?

তেলেঙ্গনার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, "নাটক করছেন কেসিআর'।

author-image
Aniket
New Update
c

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে এসেছেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর। তবে মহারাষ্ট্রে কেসিআরকে পাত্তা দিতে নারাজ উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত।

r

 তিনি বলেছেন, "মহারাষ্ট্রের রাজনীতিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এর কোনো প্রভাব পড়বে না। কেসিআর এভাবে নাটক করলে তেলেঙ্গানাকেও হারাতে হবে। ক্ষতির ভয়ে তিনি মহারাষ্ট্রে এসেছেন কিন্তু তার ১২ থেকে ১৩ জন মন্ত্রী ও সাংসদ গতকাল কংগ্রেসে যোগ দিয়েছেন। এটি কেসিআর এবং কংগ্রেসের মধ্যে লড়াই। এমভিএ মহারাষ্ট্রে শক্তিশালী"।