New Update
/anm-bengali/media/media_files/hfQi1Mv0LDSxMQMEJa68.jpeg)
Representative Picture
নিজস্ব সংবাদদাতা: মহিলাদের জন্য দারুন সুখবর। আর বাস ভাড়া লাগবেনা মহিলাদের। সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলারা। কর্ণাটকের পরিবহন মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি এই বিষয়ে ঘোষণা করেছেন। তবে তিনি জানিয়েছেন, কর্ণাটকে এই নিয়ম চালু হওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়বে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, "মহিলাদের বিনামূল্যে সরকারি বসে ভ্রমণের পরিকল্পনা ১০০ শতাংশ বাস্তবায়িত হবে। মন্ত্রিসভার বৈঠকে সমস্ত রূপরেখা চূড়ান্ত করা হবে"।
"100% it will be implemented. All the modalities will be finalised in the cabinet meeting," says Ramalinga Reddy, Karnataka Transport Minister on providing free travel to women in government buses pic.twitter.com/teiv7qqC6s
— ANI (@ANI) May 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us